যে দিকে তাকাই শুধু হলুদ আর হলুদ...সে এক মনকাড়া দৃশ্য । নারায়ণগঞ্জের পার্শ্ববর্তি জেলা মুন্সিগঞ্জের শ্রীনগর থানার সাতগাওঁ গ্রামে দেখা মিলবে এ দৃশ্যের ।
সরিষা ফুলের এই মনো মুগ্ধকর দৃশ্য দেখার জন্য মোটর সাইকেলে দুপুরে বুড়িগঙ্গা ব্রিজ দিয়ে মাওয়া রোডে নিমতলী বাজারের উদ্দেশ্যে রওনা দেই এবং পথে জুম্মার নামাজ আদায় করে নিমতলী বাজারে নেমে দুপুরের খাবার খাই , পথের ধারের হোটেল হলেও খাবারের স্বাদ ছিল চমৎকার ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS