ধারা-১৯ কীভাবে আইনি প্রেক্ষাপটে ত্রুটিপূর্ণ তা ব্যাখ্যা করেন তাসলিমা, ‘‘আইন প্রণেতাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব, বাল্যবিবাহ বন্ধের সাথে বিশেষ বিধানের সম্পর্ক কী তা স্পষ্ট করা৷ যেহেতু নতুন আইনের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ কমিয়ে আনা, ধারা-১৯ সেটি কীভাবে করবে তা স্পষ্ট নয়৷ অন্যান্য যেসব দেশের উদাহরণ এই আইনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, সেখানে আইনটি, বিয়ে করার সর্বনিম্ন বয়সের আইন, আমাদের জন্য এটি বাল্যবিবাহ কমিয়ে আনার আইন৷ এ দুটির বিষয়ের মধ্যকার পার্থক্য বোঝা খুবই জরুরি৷''
‘‘এক্ষেত্রে বিশেষ বিধানে মানে দাঁড়ায়, বাল্যবিবাহ দণ্ডনীয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে তা দণ্ডনীয় নয়৷ এটি একটি ব্যতিক্রম৷ আমি মনে করি, বাল্যবিবাহ রোধের সাথে ধারা ১৯-এর কোনো সম্পর্ক নেই৷'' যোগ করেন তিনি৷
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস